একা এবং একাকি
প্রিয়তোষ, কেমন আছিসরে তুই-
কতদিন দেখি না তোরে
সেই যে চলে গেলি
আর এলি না।
কলকাতা বুঝি খুব নিষ্ঠুর; তাই নারে
আমার প্রিয় মানুষগুলো
কাছ থেকে নিয়ে যায় দূরে….
কল্যাণী মাসিমাও চলে গেছে
দীপার আংটি হারিয়েছে কাল
তুই কি রাখিস এই সব খবর,
প্রিয়তোষ….
এখানে আর তেমন কেউ নেই৷
একে একে সবাই চলে গেছে
এখন এখানে পড়ে আছে কেবল
রৌদ্রের সাগর, জনহীন মাঠ
দূরে নির্জন প্রকৃতির পাঠশালা
আর আমি ও আমার একাকী গ্রাম৷