একটি স্বপ্নভঙ্গের গল্প
তোমাদের দরবারে আজ আমি কোন আবদার
বা দাবী নিয়ে আসিনি,
এসেছি হাত জোড় করে ক্ষমা চাইতে,
আমাকে ক্ষমা করে দাও।
একটি নেড়ি কুকুরেরও থাকে
তার চারিধার থেকে কিছু চাইবার,
আমি না হয় ভুল করে চেয়েছিলাম
তোমাদের হৃদয়ের উত্তাপ-
তোমাদের প্রসারিত হাত।
তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে
খুলে দিলে আমার বোধের কপাট
ভেবে দেখলাম,
অযাচিত বিতরণ আমার ভুল হয়ে গেছে,
আকাশের বর্ণালী দেখাতে চাওয়াটা আমার ভুল হয়ে গেছে,
আমাকে মাফ করে দাও।
যদিও রণে ভঙ্গ দেয়া আমার স্বভাবের বাইরে
তবুও এভাবেই হোক আমার পাপস্খালন।
যদি কাপুরুষের অভিধায় আমাকে সিক্ত করো
তবু আমি করবো না অকারণ শেল বর্ষণ
প্রশংসার মালা না হয় নাইবা পরালে
তবু যেন গাইতে পারি অনাবিষ্কৃত গান।
জানি, আমি আমার এ গান দেয়নি অমিয় সুধা তোমাদের
জানি, অহেতুক করেছি অপচয় তোমাদের সোনালী সময়
বড়ো ভুল হয়ে গেছে
আমাকে ক্ষমা করে দাও।
শুধু মনে রেখো,
লক্ষাতীরে একদিন এক যুবক
হেঁটে হেঁটে পাতাতো মিতালী
পথের ধূলি কনাদের সাথে।
যে প্রান ভরে স্বপ্ন দেখতো
আর কেবলি স্বপ্ন দেখাতো।