আফসোস
“আফসোস”
———————————————————————–
পীযূষ কান্তি দাস
———————————————————————-
দুপুর গড়িয়ে বিকালে নেমেছে বিকালের পরে রাত/
ভিড়ের মাঝেও ভীষণ একাকী খুঁজে ফিরি দুটি হাত//
যে হাতে থাকবে দুখের মলম মোছাবে চোখের জল/
যার ছোঁয়া পেয়ে ভুলে যেতে পারি যতেক যাতনা ছল//
বাইরেটা দেখে অনেকেই ভাবে আছি বুঝি বেশ সুখে/
অথচ হৃদয় সাহারা হয়েছে পেয়েও না পাওয়া দুখে//
তিলে তিলে মরি প্রতিটা দিবস রক্তের নদী বুকে/
করে যাই তবু আপন কর্ম হাসিটি ঝুলিয়ে মুখে//
এই পৃথিবীর এটাই নিয়ম কারে দেবো বলো দোষ/
এটাই জীবন এভাবেই বাঁচা বৃথা শুধু আফসোস//