বন কেটে ফেলা হচ্ছে

বন কেটে ফেলা হচ্ছে
কিন্তু সব গাছের সমর্থন ছিল কুড়ালের প্রতি কারণ
গাছগুলো ভাবছিল কুড়ালে
লাগানো লাকড়ি তাদের সমাজের অন্তর্গত।
বন কেটে ফেলা হচ্ছে
কিন্তু সব গাছের সমর্থন ছিল কুড়ালের প্রতি কারণ
গাছগুলো ভাবছিল কুড়ালে
লাগানো লাকড়ি তাদের সমাজের অন্তর্গত।